সবার খবর, নিউজ ডেস্ক: সুপ্রীম কোর্টের দ্বারা এসসি, এসটি আইন পরিবর্তনের বিরুদ্ধে আজ ভারত বন্ধ পালিত হচ্ছে সারা ভারতে। দলিত ও আদিবাসিদের ওপর অত্যাচারে সরাসরি গ্রেপ্তারের বিরোধিতা করে সুপ্রিম কোর্ট। তার ফলে আজ দেশের বিভিন্ন স্থানে দলিত ও আদিবাসি সম্প্রদায়ের মানুষেরা রাস্তায় নেমে আসে। বিহার, ঝাড়খন্ড, ইউপি এবং দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয়।
আজমগড়ে বিক্ষোভকারীরা বাসে আগুন ধরিয়ে দেয়। গোয়ালিওরে চার ব্যক্তির মৃত্যু হয় এবং ১৯ জন আহত হন। মিরাঠে পুলিশ থানাতে আগুন দেওয়ার পর বিধায়কের প্রতিনিধির ঘরেও ভাঙচুর করে বিক্ষোভ প্রদর্শনকারীরা। মধ্য প্রদেশের ভিন্দে হিংসা ব্যাপক আকার নেওয়ার ফলে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনাথ সিং সবার কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
#WATCH #BharatBandh over SC/ST protection act: Clash between protesters and Police in Ranchi. Several people injured #Jharkhand pic.twitter.com/nYc19J6oUu
— ANI (@ANI) 2 April 2018
আরও পড়ুন: রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা