Breaking News
Home / জানা অজানা / ভুল করেও ইন্টারনেট সার্চ দিবেন না এই তিনটি জিনিস

ভুল করেও ইন্টারনেট সার্চ দিবেন না এই তিনটি জিনিস

সবার খবর, ওয়েব ডেস্ক: যদিও ইন্টারনেট আমাদের জীবনকে খুব সহজ করে দিয়েছে তবুও কিছু কিছু জিনিস আছে যা আমাদের সার্চ না করাই ভালো। সেই সব জিনিস সার্চ করার ফলে আপনি ভুল ইনফরমেশান পাবেন। অতএব আপনার ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভবনা বেশি থাকবে। চলুন জেনে আসি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস যা আপনার সার্চ না করাই ভালো।
চিকিৎসা সম্বন্ধে সার্চ
১. কোনো অসুখ হলে ভুল করেও ইন্টারনেটে সার্চ দিবেন না। কারন ইন্টারনেটে যে তথ্যগুলি দেওয়া থাকে সেই সব তথ্যের ওপর ভর করেই আমরা চিকিৎসা করতে শুরু করে দিই। যা আমাদের জন্যে বিপদ ডেকে আনতে পারে।
গর্ভপাত বিষয়ে সার্চ
২. গর্ভপাত বিষয়ে কোনো তথ্য সার্চ দিবেন না। গর্ভপাত বিষয়ে এমন কিছু ট্রিক অ্যান্ড টিপস দেওয়া থাকে যা করতে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
সন্ত্রাস বিষয়ক সার্চ
৩. সন্ত্রাসের কার্যকলাপ সম্পর্কে কিছু জানার চেষ্টা করবেন না। কারণ গোয়েন্দা বিভাগ সব সময় ইন্টারনেটে কি সার্চ হচ্ছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকে। হয়তো আপনি এমন কিছু সার্চ দিলেন যা আপনাকে বিপদে ফেলে দিল।
আরও পড়ুন: এই দশ দেশের মহিলা পুলিশ দেখার পর আপনার অপরাধ করতে মন যাবে 

Check Also

আইএএস অফিসার

অটো চালকের ছেলে ভারতের কম বয়সী আইএএস অফিসার

সবার খবর, ওয়েব ডেস্ক: আইএএস অফিসার হওয়া এই দেশের লক্ষ লক্ষ তরুণদের স্বপ্ন। এর জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *