সবার খবর নিউজ ডেস্ক: এক সময়ের সরকারের ঘনিষ্ঠ অফিসার বলেই পরিচিত ছিলেন ভারতী ঘোষ। প্রায় তিন বছর পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার, পরবর্তীতে সেই সঙ্গে নব গঠিত ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত দায়িত্ব সামলেছেন এই আইপিএস অফিসার।
সবই ঠিক চলছিলো কিন্তু হঠাৎ এমন কি ঘটলো যে ভারতীকে চাকরি থেকেই ইস্তফা দিতে হলো! কেউ কেউ বলছেন ভারতী বিজেপি তথা মুকুল ঘনিষ্ঠ আবার কেউ বলছেন বিজেপি সম্পূর্ণ কলকাঠি নাড়ছে পেছন থেকে।
কিন্তু সদ্য বিজেপি নেতা মুকুল শোনালেন অন্য কথা। তিনি বলেন “মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ব্যবহার করে ছুড়ে ফেলে দেন। অনেক পুলিশ অফিসারের সঙ্গেই তা করা হচ্ছে।”
ইতিমধ্যেই ভারতী ইস্তফাপত্র রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থের কাছে পাঠিয়েছেন বলে জানা গেছে ।
আরও পড়ুন: বেড়ালের গলায় ঘন্টা বেঁধে দিলো গুজরাট : মমতা
Check Also
সড়ক পরিবহন আইন – দুর্ঘটনা হলেও ক্ষতিপূরণ পাবেন না যাত্রী
সড়ক পরিবহন আইন – নতুন সড়ক পরিবহন আইনে যাত্রী ও পথচারীর বীমা ছাড়াই গাড়ি চলতে …