Home / বিজ্ঞান ও প্রযুক্তি / মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি প্রো অল্প দামে ১৬+২০+৮ মেগাপিক্সেলের ক্যামেরা একসঙ্গে

মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি প্রো অল্প দামে ১৬+২০+৮ মেগাপিক্সেলের ক্যামেরা একসঙ্গে

সবার খবর, টেক ডেস্ক: মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি প্রো সত্যিই একটি সফল মাইক্রোম্যাক্সের ফোন। এটি একটি সেলফি কেন্দ্রিক স্মার্টফোন। ফোনটির ডিজাইনও খুব সুন্দর। ফিচার্সের কথা বলতে গেলেই বলতে হয়, ফোনটিতে ৫.৭ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে।মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি প্রো-তে আছে স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসার। এছাড়াও ফোনটিতে আছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি। মাইক্রোম্যাক্সের ব্যাটারি সব সময় ভালো সার্ভিস দিতে অভ্যস্ত একথা আমাদের সবার জানা। ফোনটিতে ৩০০০ এমএএইচ ব্যাটারি লাগানো আছে।
মাইক্রোম্যাক্স ক্যানভাস ইনফিনিটি প্রো
সব চাইতে আশ্চর্যের বিষয় হলো ক্যামেরা! রিয়্যার অর্থাৎ ফোনের পিছনে ক্যামেরা আছে ১৬ মেগাপিক্সেলের, এবং সেলফির জন্যে ২০+৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সামনে ব্যাবহার করা হয়েছে।
মাইক্রোম্যাক্স
ফোনটির দাম ১০৯৯৯ টাকা। স্পেশাল অফার। আপনাদের সুবিধার্তে নিচে লিঙ্ক দেওয়া হলো আপনিও অর্ডার করতে পারেন ফ্লিপকার্টে।

আরও পড়ুন: মোটোরোলার এই মোবাইল এর দাম পাঁচ হাজার টাকা কমে গেলো

Check Also

চীনের সূর্য

কৃত্রিম সূর্য তৈরি করছে চীন! যা ছয় গুণ বেশি তাপ দেবে

সবার খবর, ওয়েব ডেস্ক: চীন কৃত্রিম সূর্য তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে।খবরটি প্রকাশিত হয় চীনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *