মানস ভুইয়ার স্ত্রী উত্তীর্ণ । সবং উপনির্বাচনে মানস ভুইয়ার এ্যসিড টেস্ট ছিল কারণ মানস কংগ্ৰেসের প্রার্থী হিসেবে জিতেছিল পরে দল পরিবর্তন করে শাসক দলে নাম লেখান । এমনিতেই সব সময় সবং বিরোধীদের আসন ।
১৬ রাউন্ডের শেষে ১ লক্ষ ৬ হাজার ১৭৯ ভোট পেয়ে জয়ী ঘোষিত হন মানসের স্ত্রী গীতা। দ্বিতীয় স্থানে ৪১,৯৮৭ ভোট পান সিপিএম প্রার্থী রীতা মণ্ডল জানা। তৃতীয় স্থানে ৩৭,৪৭৬ ভোট পান বিজেপির অন্তরা ভট্টাচার্য। কংগ্রেস প্রার্থী চিরঞ্জীব ভৌমিক পান ১৮,০৬০ ভোট।
আরও পড়ুন: ব্রিটিশ রাজ থেকে কোটিপতির দিকে ভারত, 10% জনগণের 55% সম্পদ
Check Also
নোয়াখালীর ধর্ষণ ঘটনার মতো গোপালগঞ্জে ধর্ষন ও ভিডিও ধারন
ধর্ষন ও ভিডিও ধারন – নোয়াখালীতে বিবিস্ত্র করে নারী নিপীড়নের রেশ এখনো কাটেনি এরি মধ্যে …