সবার খবর, আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি বারবারা বুশ প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ হারবার্ড বুশের সহধর্মীনী বারবারা। তার সন্তান আরেক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
বরাবর রাজনীতি ও সমাজের বিভিন্ন দিক নিয়ে কাজ করেছেন এই রাজনীতিবিদ। একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট তথা স্বামী জর্জ হারবার্ড বুশ-সরকারের ‘গর্ভপাতনীতি’-র বিষয়ে সমালোচনা করে বিশ্ববাসীর কাছে প্রকৃত রাজনীতির নজির তৈরি করে গেছেন বারবারা বুশ।
গত ১৭ এপ্রিল হাস্টনের বাড়িতে প্রয়াত হন এই রাজনীতিবিদ ও প্রাক্তন ফার্স্ট লেডি।
আরও পড়ুন: বিজ্ঞানের দৃষ্টিতে ভূতের অস্তিত্ব খুঁজে ফেরা
Check Also
চলন্ত বিমান থেকে মৃত দেহ এক ব্যক্তির পাশে এসে পড়লো
সবার খবর, ওয়েব ডেস্ক: সাউথ ওয়েস্ট লন্ডনের বাগানে এক ব্যক্তি সূর্যের তাপে নিজের শরীর গরম …