সবার খবর, আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমারের রাষ্ট্রপতি হিতেন কুয়ে তার পদ থেকে ইস্তফা দিলেন। ইনি ২০১৬ সালে মায়ানমারের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। ৫০ বছরের মধ্যে হিতেন কুয়ে এমন একজন রাষ্ট্রপতি ছিলেন যার সাথে মায়ানমার সেনা বাহিনীর সম্পর্ক খুব একটা ভালো ছিলনা বলে শোনা যায়।
রাষ্ট্রপতি কুয়ে নিজেস্ব ফেসবুক পেইজে একটি পোস্ট করেন। যেখানে তিনি লিখেছেন, ‘মায়ানমারের রাষ্ট্রপতি হিতেন কুয়ে ২১ মার্চ তার পদ থেকে ইস্তফা দিয়েছেন’। ফলে মায়ানমারে এখন রাষ্ট্রপতি নির্বাচনের পালা। কারন মায়ানমারের সংবিধানের ৭৩(বি) অনুচ্ছেদ অনুসারে যত অল্প সময়ে পারা যায় কুয়ের উত্তরাধিকারি খুঁজতে হবে।
সূত্রমতে, হিতেন কুয়ে শারিরীক অসুস্থাতার কারণে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, কুয়ে রোহিঙ্গাদের ওপর সেনা বাহিনীর নির্মম হত্যা যজ্ঞ আসলে ভালো ভাবে নেননি। তাই তিনি ইস্তফা দিলেন।
হিতেন কুয়ে মায়ানমারের প্রধান নেত্রী আন সান সুকির আস্তাভাজন লোক ছিলেন। সুকির পক্ষেও রাষ্ট্রপতি হওয়ার কোনো অধিকার নেই। কারণ তার ছেলে এবং স্বামী বিদেশের নাগরিক। যা মায়ানমারের সংবিধান পরিপন্থী।
আরও পড়ুন: মায়ানমারের সেনা প্রধান ও সুঁকির উপর মামলা??