Home / জাতীয় / মুখ্য সচিবের সাথে ঝামেলার জের। অফিসারদের সাথে মিটিংয়ের লাইভ সম্প্রচার

মুখ্য সচিবের সাথে ঝামেলার জের। অফিসারদের সাথে মিটিংয়ের লাইভ সম্প্রচার

সবার খবর, ডিজিট্যাল ডেস্ক: কিছুদিন আগেই আম আদমি পার্টির বিধায়কদের সাথে মুখ্য সচিবের ঝামেলা বাধে। মুখ্য সচিব আম আদমি পার্টির বিধায়কদের ওপর মার পিটের অভিযোগ আনেন। ফলে অরবিন্দ কেজরিওয়াল মিডিয়া এবং আমলাদের রোষের মুখে পড়েন। এমন কি আমলারা অভিযুক্ত বিধায়কদের গ্রেপ্তারের দাবিতে অনড় থাকে। ফলে দিল্লি সরকারের সমস্ত কাজ কর্ম থমকে যায়। উপ-মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া বলেন, আমলাদের এমন আচরনে দিল্লি সরকার খুব চিন্তিত। গত তিন দিন যাবৎ প্রশাসনের কর্তব্য ব্যক্তিরা কোনো মিটিংয়ে আসছে না এমন কি মন্ত্রীদের ফোনও রিসিভ করছে না। এরপরই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উপরাজ্য পালের সাথে দেখা করেন এবং আশ্বাস দেন আমলাদের সাথে নিয়েই এগুবে দিল্লি সরকার। এবং সমস্ত মিটিংয়ের লাইভ সম্প্রচার করা হবে। সোস্যাল মিডিয়াতে কেজরিওয়ালের এই সিদ্ধান্তকে সবাই সাধুবাদ জানাচ্ছে।
আরও পড়ুন: সাপের বিষ নিয়ে খেলা ! কে এই ব্যক্তি জানতে হলে পড়তে হবে

Check Also

কুমিল্লায় ধর্ষণ

শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি

কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *