সবার খবর, নিউজ ডেস্ক: মুখেশ আম্বানির মেয়ে -এর বিয়ে বিলিয়নিয়ার অজয় পীরামলের পুত্র আনন্দ পীরামল এখন সংবাদের শিরোনামে। আসলে আনন্দ পীরামল ডিসেম্বর মাসে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির জামাই হতে যাচ্ছেন। তিনি ১০ আরব ডলারের পীরামল গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর। এছাড়াও তিনি পীরামল এন্টারপ্রাইজের নন-এক্সিকিউটিভ ডাইরেক্টর এছাড়াও পীরামল রয়্যালটির ফাউন্ডার।
আনন্দ পীরামল ২০১২ সালে পীরামল রয়্যালটি স্থাপন করেন। তার নেতৃত্বে মুম্বাইয়ের আশেপাশের গুরুত্বপূর্ণ অংশে জমি কেনা হয়। আনন্দ পীরামল একটি দক্ষ টীম নিজ হাতে গড়ে তুলেন।
হুরুন ইন্ডিয়ার পক্ষ থেকে ২০১৮ সালে আনন্দ পীরামলকে হুরুন রিয়্যাল এস্টেট ইউনিকর্ণ অফ দ্য ইয়ার ২০১৭ পুরুস্কার প্রদান করা হয়। এছাড়াও হ্যালো ম্যাগাজিনের পক্ষ থেকে আনন্দকে ইয়ং বিজনেস লিডার অ্যায়ার্ড প্রদান করা হয়।
ডিসেম্বর মাসেই তাদের দুজনের চার হাত এক হওয়ার কথা।
আরও পড়ুন: বিরাটের প্রথম ভালোবাসা : বিরাট কোহলিকে যে মহিলা প্রথম ভালোবাসতেন
Check Also
শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি
কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …