সবার খবর, নিজেস্ব প্রতিনিধি: খুব সকালে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার বালিরঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা। ব্রীজের রেলিং ভেঙে ভৈরব নদীতে তলিয়ে যায় সম্পূর্ণ বাসটি। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে বালিরঘাট ব্রীজের রেলিংয়ে। সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বাসটি যাত্রীবোঝাই অবস্থায় তলিয়ে যায় ভৈরব নদীতে। প্রসাশন এসে উদ্ধার কাজ শুরু করেছে। এখন পর্যন্ত ৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসটি নদীতে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: IPL এ ক্রিস গেইল খেলতে প্রস্তুত কিন্তু কি হলো দেখুন
Check Also
নোয়াখালীর ধর্ষণ ঘটনার মতো গোপালগঞ্জে ধর্ষন ও ভিডিও ধারন
ধর্ষন ও ভিডিও ধারন – নোয়াখালীতে বিবিস্ত্র করে নারী নিপীড়নের রেশ এখনো কাটেনি এরি মধ্যে …