সবার খবর, নিউজ ডেস্ক: পথ দুর্ঘটনা যেন মুর্শিদাবাদের পিছু ছাড়ছেনা। বালির ঘাটের ভয়াবহ সেই ঘটনার কথা এখনও মুর্শিদাবাদের মানুষের মনে জীবন্ত হয়ে আছে। তার মধ্যেই ছোটোখাটো পথ দুর্ঘটনা লেগেই আছে। দুর্ঘটনা যাই হোক সেতো দুর্ঘটনা-ই। গতকাল বেলা ১২ টা নাগাদ একটি মারুতি ও সাইকেল আরোহীর সঙ্গে সংঘর্ষ হয়। সাইকেল আরোহী গুরুতর আহত হয়। মারুতিটি সম্পূর্ণ ভাবে উল্টে যায়। সাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে দৌলতাবাদ থানার কলাডাঙা পিটিটিআই কলেজের সামনে।
আরও পড়ুন: মুর্শিদাবাদের বালিরঘাটে বাস দুর্ঘটনা, বাসটি এখনও পাওয়া যায়নি
Check Also
শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি
কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …