Home / খেলার খবর / মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে না পেরে আফসোস করছেন

মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে না পেরে আফসোস করছেন

আইপিএল খেলতে না পেরে আফসোস করছেন মুস্তাফিজুর রহমান: চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স যোগাযোগ করেছিলেন পেসার মুস্তাফিজুর রহমান এর সাথে।শ্রীলঙ্কা সিরিজে খেলা`র কথা থাকাই খেলতে পারলো এবারের আইপিএল।কিন্তু শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় মন খারাপ কাটার মাস্টার মুস্তাফিজের।

বিসিবি শ্রীলঙ্কা সফরের টেস্টে খেলানোর পরিকল্পনা করেছিলো বলেই কোটি টাকার এমন অফার ফিরিয়ে দিতে হয়েছে কাটার মাস্টারকে।আর এই দিকে শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়াতে এখন আফসোস করছেন মুস্তাফিজ।

Check Also

Bangladesh VS New Zealand 2021

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের

Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …