গুজরাট বিধানসভা নির্বাচন চলছে এর মাঝেই দুই দল বিজেপি এবং কংগ্রেসের বাক্য বিনিময় অব্যাহত । জাতীয় স্তরের টেলিভিশন চ্যানেলে বিজেপি প্রবক্তা সাম্বিত পাত্রা মোদিকে দেশের পিতা বলে বিতর্ক আরও উস্কে দিলেন গুজরাট বিধানসভা নির্বাচনের আগে ।
এমন বয়ানের জন্যে কংগ্রেস সাম্বিত পাত্রাকে দেশের কাছে ক্ষমা চাইতে বলেছে । কংগ্রেস এও বলেছে মোদি কি গান্ধীজির চেয়েও নিজেকে বড়ো মনে করছে ?

উল্লেখ্য মোদিকে কংগ্রেসের মাণিশঙ্কর আয়ার নীচ আদমি বলেছিলো । কিন্তু কংগ্রেস মাণিশঙ্কর আয়ারকে এই বক্তব্যের প্ররিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ হাতে ধরায় এবং পার্টির প্রাথমিক সদশ্য পদ খারিজ করে দেয় । ঘটনা এখানেই থামতে চাইছে না শুক্রবার মামলা করে দেয় মুম্বাই প্রদেশ কংগ্রেস সভাপতি সঞ্জয় নিরুপম কারণ বিজেপি প্রবক্তা জি বি এল নরসিম্হা রাহুল গান্ধীকে “বাবর ভক্ত” বলেছিলো ।
তাই গুজরাট বিধানসভার মাঝে দেশের রাজনীতির হাওয়া এখন গরম । উন্নয়নের কথা না বলে একে অপরের দিকে শুধু কাদা ছোড়াছুড়ি চলছে । দেশের জণগন কি চান তার দিকে কারও নজর নেই ।