সবার খবর টেক ডেস্ক: মোবা্ইল কেনার জন্য বাড়ি থেকে বেরচ্ছেন। ৪জি সেট ১০০০০ হাজারে কিনবেন ভাবছেন । শুথু বুদ্ধি থাকলেই আপনি অনেক টাকা সেভ্ করে ফেলতে পারবেন কারণ ১৩ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা মোবাইলের দাম মাত্র ৩৪৯৯ টাকা ।
Swipe Elite 4G যার দাম ৩৪৯৯ টাকা মা্ত্র । এই মোবাইলটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে যার রেজুলেশান ১২৮০*৭২০। ১১.২ GHz কোয়াড কোর প্রসেসার , ২ জিবি র্যা ম ,২৫০০ Mah ব্যাটারি, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ । এর পিছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের সাথে LED flash , ৮ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরাও আছে । অন্যান্য সব কিছুই আধুনিক ফোনের মতোই ।
আরও পড়ুন: সাউমি এমআই ৬ অল্প দামে ৬ জিবি র্যাম সহ আসছে
Check Also
পৃথিবীতে সব চাইতে বেশি বিক্রি হওয়া ছয়টি মোবাইল কম্পানির নাম
সবার খবর, টেক ডেস্ক: মোবাইল ফোন শুধু ফোন নয়; এখন স্মার্ট ফোন হয়ে গেছে। মোবাইল …