Home / কবিতা / রবিবারের সান্ধ্য কবিতার আসর-৯

রবিবারের সান্ধ্য কবিতার আসর-৯

কবিতা

ছবি: অনির্বাণ পাল

অসভ্য

শ ত রূ পা সা ন্যা ল

ঠোঁটে হাসি চেপে মেয়েটি বলত-বুনো অসভ্য
পাজি
আসলে বলত-আজকে আমিও অসভ্য হতে
রাজি!
পলাশের ডালে আগুন লাগলে শহুরে খাঁচার
ফাঁদে
আকাশচুম্বী অভিজাত ফ্ল্যাটে জ্বর আসে
মাঝরাতে।

শাড়ির আঁচলে বিগতবেলা

ম ঈ ন মু র সা লি ন

তোমার বাড়ির ছাদে শুকাতে দেয়া শাড়িতে
আমি আকাশ দেখি; দেখি নক্ষত্ররাজি
তোমার শাড়িতে মুখ লুকাব বলে
তোমার প্রিয় রঙে আমি জামা বানাই।
শাড়ির আঁচলে বাতাসের কম্পন দেখে
আমি বুঝে নিই আজ বৃষ্টি হবে-

তোমার শাড়ির ইশারাতেই বৃষ্টি নামে
তোমার শাড়ির ইশারাতেই চাঁদ আলো ছড়ায়
তোমার শাড়ির ইশারাতেই সূর্যের উদয়-অস্ত হয়
তোমার শাড়ির ইশারাতেই কৃষ্ণের বাঁশি বাজে।
আঁচলের সুতো গুনতে গুনতে একসময়
হারিয়ে যায় আমার জৈবিক সময়
শাড়ির আঁচলে লুকিয়ে আছে ভালোবাসার বীজফল

ও বাতাস তোমার প্রবাহ থামিয়ে দাও
আমি শাড়ির আঁচলে তারা গুনতে যাব।

ভ্যালেন্টাইনস ডে

জ য় ন্ত চ ট্টো পা ধ্যা য়

সেন্ট ভ্যালেন্টাইনের ভজনা করে দিনটা শুরু হলেই
ঘরময় প্রজাপতি উড়বে এটা ভাববেন না।
আপনি বাড়ির কোনায় কোনায় জালে বাঁধা পিউপা খুঁজতে পারেন,
ভাগ্য ভালো থাকলে পেয়ে যাবেন
নয়তো কিছুদিন অপেক্ষা করবেন।

আর যদি না পান তবে বাগানের ফুলে ফুলে খুঁজুন
ব্যর্থ হলে পাতার ভাঁজে ভাঁজে দেখুন
দুএকটা মায়ামুখ উঁকি দিতে পারে।

বাড়ির ঝুলবারান্দা থেকে ঝুলে আছে রূপ
কার্নিশে লেগে আছে লুব্ধক রং
আপনি কার্নিশ বেয়ে অবশ্যই হাঁটবেন না
কারণ আপনি কোনও স্কাইওয়াকার নন
কোথায় কোন গিলোটিন পাতা আছে…
ষষ্ঠ ইন্দ্রিয়ে আপনার ছবি দিব্যি ফুটেছে।

আপনি ভ্যালেন্টাইন হবেন না
দার্শনিক মার্কা চোখে ফুলের দিকেই তাকিয়ে থাকুন
প্রজাপতি খুঁজবেন না।

ঋতুবদল

অভিজিৎ মণ্ডল

স্বপ্ন ও ঘুমের মাঝখানে
জড়োসড়ো,
বসে থাকি নির্বাক

ভাঙা কপাটের ফাঁক দিয়ে ধুধু বাতাস ঢোকে বুকে।

প্রতিটি চুমুই আশ্রয়-
প্রতিটি আশ্রয় যেন উদ্বাস্তু কলোনির ছাদ
তরল সন্ধের মতো গড়িয়ে যায়, বিবর্তনের দেশে
এই ঋতুবদলের মাস!

তবুও বেঁচে থাকার অজুহাতে, নিজেকে বাজি রাখি

কিছু কিছু ঘুম জেগে না ওঠা ইস্তক
মৃত্যুর খসড়া লিখে যায়!

আরও পড়ুন: রবিবারের ছোটগল্প দখল লিখেছেন ইভান অনিরুদ্ধ

Check Also

কবিতা

রবিবারের সান্ধ্য কবিতা আসর-১৪

কবিতা ছবি: অনির্বাণ পাল গাছ বি প্ল ব গ ঙ্গো পা ধ্যা য় যে ছেলেটাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *