সবার খবর,স্পোর্টস ডেস্ক: রাজস্থান রয়্যালস এবং দিল্লি ডেভিলস্ আজ মুখোমুখি হতে চলেছে আইপিএলের ষষ্ঠ ম্যাচে। রাজস্থান রয়্যালসের সামনে অতিগুরুত্বপূর্ণ এই ম্যাচটি। দেখার বিষয় রাহানের রাজস্থান রয়্যালস ঘুরে দাঁড়াতে পারে কিনা? খেলাটি অনুষ্ঠিত হবে রাজস্থানের ঘরের মাঠ স্বামী মানসিং স্টেডিয়াম জয়পুরে।
স্বামী মানসিং স্টেডিয়ামের IPL পরিসংখ্যান:
মোট ম্যাচ-৩৩
প্রথম ব্যাটিং করে জয়-১০
প্রথম বোলিং করে জয়-২৩
গড় প্রথম ইনিংস স্কোর-১৫৫
গড় দ্বিতীয় ইনিংস স্কোর-১৪৩
সর্বোচ্চ দলীয় রান-১৯৭/৫(RR vs DC)
সর্বনিম্ন দলীয় রান-৯২/১০(MI vs RR)
টিম নিউজ: রাজস্থানের অপরিবর্তিত টিম থাকবে। দিল্লির টিমে গ্লেন ম্যাক্সওয়েলের অন্তর্ভুক্তি হতে পারে।
রাজস্থান রয়্যালসের সম্ভব্য একাদশ: অজিঙ্কা রাহানে, ডি আরসাই শর্ট, সান্জু স্যামসন, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠি, জস বাটলার, স্টুয়ার্ট বিনি/কৃষ্ণাপ্পা গৌতম, শ্রেয়াস গোপাল, ধাওয়াল কুলকার্ণী, জয়দেব উনাদকাট, বেন লফলিন।
দিল্লি ডেয়ারডেভিলসে্র সম্ভব্য একাদশ: গৌতম গাম্ভীর, কলিন মুনরো, শ্রেয়াস আয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, রিশাভ পান্ত, বিজয় শঙ্কর, ক্রিশ মরিশ, রাহুল তেয়টিয়া, শাহবাজ নাদিম/অমিত মিশ্রা, মোহাম্মদ সামি, ট্রেন্ট বোল্ট।
যারা ম্যাচে মুখ্য ভুমিকা রাখতে পারে:
১. আজিঙ্কা রাহানে।
২. বেন স্টোকস
৩. জস বাটলার
৪. কলিন মুনরো
৫. ক্রিশ মরিস
রাজস্থান ও দিল্লির আইপিএল ইতিহাস:
মোট ম্যাচ-১৬
রাজস্থানের জয়-১০
দিল্লির জয়-৬
রাজস্থান ও দিল্লির আইপিএল ইতিহাস জয়পুর স্টেডিয়ামে:
মোট ম্যাচ-৪
রাজস্থানের জয়-৩
দিল্লির জয়-১
রাজস্থানের দিকে ইতিহাসের পাল্লা ভারী থাকলেও, আজকের খেলার ভাগ্য নির্ধারিত হতে পারে রাহানে, মুনরো এবং বেন স্টোকস-এর ওপর।
আরও পড়ুন: ভারতের উচ্চতম বিল্ডিং এটি। জেনে নিই বিল্ডিংটি সম্বন্ধে
Check Also
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের
Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …