সবার খবর, নিউজ ডেস্ক: রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা নিয়ে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলির মধ্যে একটা উৎকুন্ঠার পরিবেশ বিরাজ করছিল গত কিছুদিন থেকেই। আজ সেই জল্পানায় জল ঢেলে রাজ্যের নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা করেছে। আগামী ১, ৩ ও ৫ মে রাজ্যে ২০ টি জেলায় মোট ৪৮৬৫৬ টি গ্রাম পঞ্চায়েত, ৮২৫ টি জেলা পরিষদ ও ৯২১৭ টি পঞ্চায়েত সমিতির আসনে ভোট গ্রহণ হবে তিন দফায়। জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার অমেরেন্দ্রকুমার সিংহ।
কোথায় কবে ভোট এক নজরে-
প্রথম দফা, ১ মে ভোট গ্রহণ: নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা। প্রয়োজনে পুনঃনির্বাচন ৩ মে।
দ্বিতীয় দফা, ৩ মে ভোট গ্রহণ: মুর্শিদাবাদ ও বীরভূম। প্রয়োজনে পুনঃনির্বাচন ৫ মে।
তৃতীয় দফা, ৫ মে ভোট গ্রহণ: মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার। প্রয়োজনে পুনঃনির্বাচন ৭ মে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে ভোট গণনা হবে ৮ মে।
আরও পড়ুন: বিশৃঙ্খলা রুখতে মুখ্যমন্ত্রীর পুলিশকে কড়া নির্দেশ
Check Also
নোয়াখালীর ধর্ষণ ঘটনার মতো গোপালগঞ্জে ধর্ষন ও ভিডিও ধারন
ধর্ষন ও ভিডিও ধারন – নোয়াখালীতে বিবিস্ত্র করে নারী নিপীড়নের রেশ এখনো কাটেনি এরি মধ্যে …