সবার খবর, ওয়েব ডেস্ক: কর্ণাটকের রাজনীতিতে কম জলঘোলা হচ্ছে না। শপথ গ্রহণের দু-দিনের মাথায় পদত্যাগ করতে হলো বিজেপির মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে। কারণ তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলেন না। এরই মাঝে কংগ্রেসের সাথে জোট গড়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবে গৌড়ার ছেলে কুমারস্বামী।
এদিকে আবার কুমারস্বামীর দ্বিতীয় স্ত্রী রাধিকা গুগল ট্রেন্ডিংয়ে অবস্থান করছেন। রাধিকা কুমারস্বামী দেখতে সুন্দর। রাধিকা কন্নড় ছবির খ্যাতনামা অভিনেত্রী এব প্রযোজক।
২০০২ সালে কন্নড় চলচ্চিত্র ‘নিলা মেঘা শামা’তে রাধিকা আত্মপ্রকাশ করেছিলেন। রাধিকা সেই সময় নবম শ্রেনীতে পড়তেন।
যদিও রাধিকার প্রথম ছবি রিলিজ করে ‘নীনাগাগী’ যে সিনেমায় অভিনয়ও করেছিলেন বিখ্যাত কন্নড় অভিনেতা রাঘবেন্দ্র।
রাধিকা কন্নড় সিনেমা দিয়ে যতো না খবরের শিরোনামে থাকেন তার চাইতে বেশি তার আত্মীয় স্বজনের সাথে বিবাদের জেরে খবরের শিরোনামে আসেন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী রাধিকা
২০০০ সালের দিকে রতন কুমারকে মন্দিরে গিয়ে চুপ করে বিয়ে করে নেন।
এরপর তাদের মাঝে সম্পর্ক ভেঙে যায়। আকস্মিক ভাবে রতন কুমার বিচ্ছেদের কিছুদিন পরেই অর্থাৎ ২০০২ সালে হার্ট অ্যাটাক করে প্রয়াত হন। তখন রাধিকার বয়স মাত্র ১৪ বছর।
হবু মুখ্যমন্ত্রী কুমারস্বামীর বয়স ৫৮ বছর আর রাধিকার বয়স ৩১ বছর। ২০০৫ সালে রাধিকা এবং এইচডি কুমারস্বামীর মাঝে সম্পর্ক তৈরি হয় এবং ২০১০ সালে এসে রাধিকা জানায় তাদের দুজনের বিয়ে হয়েছে ২০০৬ সালে। তাদের দুজনের একটি কন্যা সন্তানও আছে যার নাম শামিকা কুমারস্বামী।
আরও পড়ুন: সত্যিই এই প্লেয়ারকে কেনার আগে শাহরুখ খান চিনতেন না ?
Home / জাতীয় / কর্ণাটকের হবু মুখ্যমন্ত্রী কুমারস্বামীর স্ত্রী রাধিকা ২৭ বছরের ছোটো । দেখতেও খুব সুন্দর
Check Also
শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি
কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …