ভারতবর্ষে রাম সেতুর অস্তিত্ব নিয়ে অনেক বিতর্ক হয়েছে । সাইন্স চ্যানেল নামে একটি আমেরিকার টিভি চ্যানেল এই বিতর্কের ইতি টানবে বলে জানাচ্ছে । ইতিমধ্যে চ্যানেল এ প্রোমোও দেখা যাচ্ছে যাতে ভারত এবং শ্র্রীলঙ্কার মাঝে মানুষের তৈরি পুলের অস্তিত্ব পাওয়া গেছে বলে সংকেত দিচ্ছে । প্রোমো দেখার পর স্মৃতী ইরানী ট্যুইট করে “জয় শ্রী রাম” লিখেছেন ।

এই টিভি চ্যানেল সমস্ত প্রত্নতাত্ত্বীক তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে সত্যিই শ্রীলঙ্কা এবং ভারতের মাঝে রাম সেতু তৈরি হয়েছিলো । স্যাটেলাইটের মাধ্যমেও ওই নির্দিষ্ট স্থানে একটা স্ট্রাকচার ধরা পড়েছে ।রাম সেতুর অপর নাম এ্যাডাম ব্রীজ এটা আমরা সবাই জানি । এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে বুধবার । সুতরাং বলাই যায় রাম সেতুর বিতর্ক আবার মাথা চাড়া দিবে নিশ্চিত ।
Are the ancient Hindu myths of a land bridge connecting India and Sri Lanka true? Scientific analysis suggests they are. #WhatonEarth pic.twitter.com/EKcoGzlEET
— Science Channel (@ScienceChannel) December 11, 2017
উল্লেখ থাকে যে ইউপিএ-১ সরকার ২০০৫ সালে শিপিং ক্যানেল নামে এই প্রজেক্টের প্রস্তাব সংসদে রেখেছিলো । সেই সময় বিজেপি রাম সেতুর পুল ক্ষতিগ্রস্থ হবে বলে এই প্রজেক্টের বিরোধিতা করেছিলো ।