Home / আন্তর্জাতিক / রাশিয়াতে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ

রাশিয়াতে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ

সবার খবর, ওয়েব ডেস্ক: জাপান সমুদ্রের ওপর দুটি রাশিয়ার ফাইটার জেট সংঘর্ষে জড়িয়ে পড়ে। সুখোই su-34 যুদ্ধবিমান দুটিতে কোন ধরনের বিস্ফোরক মজুদ ছিল না। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, দুজন পাইলট মুখোমুখি সংঘর্ষের সময়ে তারা নিজেদেরকে বিমান থেকে ইজেক্ট করে নেই।

মুখোমুখি সংঘর্ষের সময় এই যুদ্ধবিমান দুটি স্থলভাগ থেকে ৩৫ কিলোমিটার উপরে ছিল। রাশিয়ার সময় অনুসারে শুক্রবার সকাল ৮ টা ৭ মিনিটে এই সংঘর্ষ হয়।

রিপোর্ট থেকে আরো জানা যাচ্ছে, একটি এএন-১২ এবং দুটি এমআই হেলিকপ্টার জেটের ধ্বংসাবশেষ খোঁজার কাজে নিয়োজিত আছে। রাশিয়ার সরকার সংঘর্ষের কারণ কি তা খোঁজার চেষ্টা করছে।

সুখোই su-34 একটি মধ্যম রেঞ্জের সুপারসনিক যুদ্ধবিমান। ১৯৯০ সালে প্রথম বার আকাশে উড়েছিল এসইউ-৩৪।
রাশিয়ার বিমানবাহিনীতে এই যুদ্ধ বিমানকে ২০১৪ সালে যুক্ত করা হয়।
আরও পড়ুন: Video: ইলন মাস্কের (Elon Musk) উড়ন্ত গাড়ির ভিডিও ভাইরাল

Check Also

নাজীব তারাকাই

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …