Home / জাতীয় / রিচার্জ ছাড়া টিভি দেখার সুযোগ চলে এসেছে আপনার সামনে

রিচার্জ ছাড়া টিভি দেখার সুযোগ চলে এসেছে আপনার সামনে

সবার খবর, ডিজিটাল ডেস্ক: রিচার্জ ছাড়া টিভি দেখার সুযোগ। জিও ফ্রি সার্ভিস উপভোগ করেছে আম জনতা অনেক দিন। মুখেশ আম্বানির পরে এবার অনিল আম্বানির পালা। আপনাদের কাছে রিচার্জ ছাড়া টিভি দেখার সুযোগ নিয়ে আসছেন অনিল আম্বানির রিলায়েন্স বিগ টিভি। এই সংস্থা যা অফার দিয়েছে তা চমকে দেওয়ার মতো। জিও-র মতো রিচার্জ ছাড়া চলবে আপনার টিভি। তারা ঘোষণা করেছেন পাঁচ বছর রিচার্জ ছাড়া চলবে ৫০০টি ফ্রি টু এয়ার চ্যানেল। আর সাথে থাকছে ১ বছর ফ্রি পে চ্যানেল। এমনকি সমস্ত এইচডি চ্যানেলগুলো দেখতে পাওয়া যাবে একদমই ফ্রি। গ্রাহককে এককালীন ১৯৯৯ টাকা দিতে হবে। তিন বছর পর সেই টাকা ফেরত দিবে রিলায়েন্স বিগ টিভি। মার্চের প্রথম দিন থেকেই শুরু হয়েছে প্রি-বুকিং। বুকিং-এর জন্য কল করুন টোল ফ্রি নম্বর ১৮০০২০০৯০০১ অথবা লগ ইন করুন reliancedigitaltv.com । এক বছর ফ্রি দেখার পর প্রতি মাসে পে চ্যানেলের জন্য গুনতে হবে ৩০০ টাকা করে।
আরও পড়ুন: মহারাষ্ট্রে বাঘ ভাল্লুকের লড়াই । ভিডিও দেখুন আপনিও উপভোগ করুন।

Check Also

কুমিল্লায় ধর্ষণ

শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি

কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *