ফ্রান্সের ফুটবল ক্লাব পি.এস.জি-র স্টার ফুটবলার নেইমার বলেছেন, আমরা স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ-কে চ্যাম্পিয়ান্স লিগের শেষ ১৬ থেকে হারিয়ে বিদায় করার জন্য মুখিয়ে আছি । শুধু আমি নই গোটা দলই তেতে আছে। প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে, আগামি ১৪ ফেব্রুয়ারি ।
২য় লেগের ম্যাচ পি.এস.জি-র ঘরের মাঠে ৭ মার্চ । স্পেনের একটি ওয়েবসাইটে নেইমার লিখেছেন, ‘আমরা ইতিহাস তৈরি করার জন্য মুখিয়ে আছি । আমরা যেকোনো মূল্যে হারাতে চাই ।’ তিনি আরও উল্লেখ করেন, ‘রিয়াল মাদ্রিদ খুব শক্তিশালী একটি দল এবং একসঙ্গে ওরা অনেক দিন খেলছে। রিয়াল তৃতীয় বারের মতো খেতাব ঘরে তুলতে চাইবে, কিন্তু আমরাই ওদের সপ্ন চুরমার করে দেবো।’
সত্যিই কি নেইমার রিয়াল মাদ্রিদকে থামাতে পারবে? তার জন্য অপেক্ষা করতে হবে সকল ফুটবল প্রেমী দর্শকদের আর কিছু দিন।
আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেট ও খালেদ মাসুদের জীবন
Check Also
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের
Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …