রোনাল্ডো। নাম শুনলেই ফুটবলের ঝাঁজ পাওয়া যায়। রোনাল্ডো যে ছিলেন রিয়াল মাদ্রিদের প্রাণ। তাকে ছাড়া রিয়াল মাদ্রিদ কিছুই ভাবতে পারে না। রিয়ালকে অনেক ট্রফি এনে দিয়েছেন এই ফুটবল স্টার। সারা পৃথিবীতে তার ফলোয়ার অনেক। ফুটবলের স্কিল এবং তার ফলোয়ারের কারণে অনেক টাকা নিয়ে ছুটেন তার পিছনে পৃথিবীর বড়ো ক্লাব।
আজ রোনাল্ডো সপ্তাহে প্রায় সাড়ে চার কোটি টাকার বিনিময়ে সই করলেন ইটালির ক্লাব জুভেন্টাসে। এখন দেখার বিষয় জুভেন্টাসের হয়ে রোনাল্ডোর সেই ফুটবল ঝলক দেখা যায় কিনা?
রোনাল্ডো জানিয়েছেন, আমার জীবনে নতুন সময় এসেছে। আমাকে ছেড়ে দিতে বলেছি রিয়াল মাদ্রিদকে। রোনাল্ডো আরও জানিয়েছেন, রিয়ালের ভক্তরা আমার হৃদয়ে আজীবন থাকবেন।
Read More: নেইমারের জীবনী : ব্রাজিলের গোলি থেকে ফ্রান্সের প্যারিস ( Biography in Bengali )
Check Also
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের
Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …