ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা নিজের নামের পাশে আরেকটি রেকর্ড যোগ করলেন । দক্ষিন আফ্রিকার ব্যাট্সম্যান ডেভিড মিলারের রেকর্ডের পাশে তার নামটিও স্বর্ণাক্ষরে লেখা থাকবে । কারণ তিনিও যে মিলারের মতো মাত্র ৩৫ বলে শতরানের একটি ঝোড়ো ইনিংশ উপহার দিলেন ক্রিকেট পাগল দর্শকদের । এখানে বলে রাখা যায় ভারতীয় কোনো ব্যাট্সম্যান হিসেবে এটিই দ্রুততম শতরান টি-২০ ক্রিকেটে ।
উল্লেখ্য, আজ ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে ২য় টি-২০ ম্যাচ চলছে। রোহিতের ৪৩ বলে ১১৮ রান ও কেএল রাহুলের ৪৯ বলে ৮৯ রানের উপর ভর করে ভারতের স্কোর ২০ ওভারে ২৬০/৫ । শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা ৭ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৬৬ রান করেছে ।
আরও পড়ুন: ঘরে ফিরলো বিরাট অনুষ্কা, সোস্যাল মিডিয়াতে ছবি ভাইরাল!!!
Check Also
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের
Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …