মোহালিতে রোহিত যে ব্যাটিং করে গেলো তা সত্যিই অবাক করার মতো । রোহিত শর্মা তখন ব্যাটিং করছিলো ১৯০ রানে । গ্যালারিতে বসে ছিলো তার স্ত্রী রিতিকা সাজদেহ্ । গোটা গ্যালারি তখন রোহিতের দ্বিশত রানের অপেক্ষায় । বার বার রোহিতের স্ত্রী-এর দিকে লেন্স ঘোরাচ্ছিলো ক্যামেরা ম্যান । দেখা গেলো রোহিতের ওয়াইফ ফিঙ্গার ক্রস করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে ।
শেষ পর্যন্ত রোহিত এক রান নিয়ে ডাব্ল সেঞ্চুরি হাকালো এবং আনন্দে রোহিতের স্ত্রীকে চোখ মুছতে দেখা গেলো ।
রোহিত অপরাজিত ১৫৩ বলে ২০৮ রান করেছে । ভারতের স্কোর যেখানে ৪ উইকেট হারিয়ে ৩৯২ । ৫০ ওভারের ম্যাচে ব্যাক্তিগত তিনটি ডব্ল সেঞ্চুরির মালিক এক মাত্র রোহিত শর্মা ।
আরোও পড়ুন : রোহিত শর্মা বললেন এই প্লেয়ার খেললে ম্যাচ এভাবে হারতে হতো না
৪ মাস থেকে অনুষ্কা শর্মার জন্যে খুজছিলো ওয়েডিং রিং দাম শুনে চমকে যাবেন ।