টীম ইন্ডিয়া এবং শ্রীলংঙ্কার মধ্যে প্রথম ওয়ানডেতে লজ্জাজনক হারের মুখোমুখি হয়েছিলো ভারত । হারার পর অনেক ধরণের প্রশ্ন উঠতে শুরু করেছে । রোহিত শর্মা রাহানেকে দলে না নেওয়ার জন্যে বিশেষজ্ঞরা রোহিতকে এক হাত নিয়েছেন ।

তিন ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ধর্মশালার উইকেট সবুজ ঘাসে মোড়া ছিলো । ভারতের টপ-অর্ডার ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে সেই সবুজ পিচে । ফলে সহজেই ম্যাচটি শ্রীলঙ্কা জিতে নেয় ।
পরে প্রেস কনফারেন্স করতে এসে রোহিত জানাই টীম ইন্ডিয়ার একাদশে রাহানেকে রাখা উচিত ছিলো । কিন্তু তার পরেই তিনি জানান রাহানে যেহেতু ওপেনার তাই তার ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে চাইনি কারন ব্যাটিং অর্ডারে বার বার পরিবর্তন করলে মানসিকতায় বিরুপ প্রভাব পড়ে ।
ভারতের টীম ম্যানেজমেন্ট চাইছে বিদেশ সফরের আগে উদিয়মান প্লেয়ারদের প্রথম একাদশে রাখতে ।