Home / আন্তর্জাতিক / লড়াই চলবে বলছে প্যালেস্টাইনের মানুষ দেখুন ভিডিও ।

লড়াই চলবে বলছে প্যালেস্টাইনের মানুষ দেখুন ভিডিও ।

আমেরিকা জেরুজালেমকে ইজরাইলের রাজধানী হিসাবে ঘোষনা দেওয়ার পর থেকেই উত্তপ্ত গোটা প্যালেস্টাইন । প্যালেস্টাইনের মানুষ বিক্ষভ প্রদর্শনের সময় ইজরাইলের সৈন্যদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং চার ফিলিস্থানি মানুষ মারা যায় এবং হাজারো মানুষ আহত হয় ।

আমেরিকার রাস্ট্রপতি আমেরিকার নীতি ভেঙ্গে ৬ই ডিসেম্বর জেরুজালেমকে ইজরাইলের রাজধানী বলে ঘোষণা দেয় এবং তিনি আরও বলেন তেল আবিব থেকে আমেরিকার দূতাবাস সরিয়ে জেরুজালেম-এ নিয়ে যাওয়া হবে । আমেরিকার এই বয়ানের ফলে শুধু মুসলিম বিশ্ব নয় প্রায় পৃথিবীর সমস্ত দেশ নিন্দা করে আমেরিকার ।
এরই ফলে গোটা ফিলিস্থানি জুড়ে বিক্ষভ প্রদর্শন চলছে এবং সংঘর্ষের ঘটনা বাড়ছে ।

Check Also

নাজীব তারাকাই

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *