Breaking News
Home / জাতীয় / শারিকভাবে অক্ষম ব্যক্তির উদ্দেশ্যে বাবুল সুপ্রিয় বললেন পা ভেঙে দেব: নিন্দায় সরব সব মহল

শারিকভাবে অক্ষম ব্যক্তির উদ্দেশ্যে বাবুল সুপ্রিয় বললেন পা ভেঙে দেব: নিন্দায় সরব সব মহল

সবার খবর, ওয়েব ডেস্ক: শারীরিকভাবে প্রতিবন্ধীদের নিয়ে একটি বিশেষ একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল ‘সামাজিক আধিকারিতা শিবির’। গত মঙ্গলবারের ঘটনা। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ওই অনুষ্ঠান থেকে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হচ্ছিল। অনুষ্ঠানের মঞ্চ থেকে এক ব্যক্তিকে বাবুল বলেন, ‘একবার জায়গা থেকে নড়লে পা ভেঙে দেব। ক্র্যা চ নিয়ে বাড়ি ফিরতে হবে’। কেন এমনভাবে মেজাজ হারালেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী? ঘটনার সুত্রপাত, মন্ত্রীকে দেখে ব্যক্তিটি স্থির থাকতে পারেননি। বারবার তিনি বাবুলের কাছে উঠে যাচ্ছিলেন, কখনো তিনি মন্ত্রীর সঙ্গে কথা বলার জন্যে অথবা প্রয়োজনীয় জিনিস নেয়ার জন্যে। এমন মন্ত্বব্যের আগেও তাকে কয়েকবার সাবধান করেছিলেন বাবুল সুপ্রিয়। তারপরেও বারবার ওই ব্যক্তি এমন করাতে ধৈর্যচ্যুতি ঘটে আসানসোলের সাংসদের। তারপর ওই ব্যক্তির উদ্দেশ্যে বাবুল এমন মন্তব্য করেন।


শুধু তাই নয়, এমন মন্তব্য করেই থেমে থাকেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে সকল দর্শকদের হাততালিও দিতে বলেন বাবুল। তাঁর এই মন্তব্য নিয়ে নিন্দার ঝড় তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলি। একজন মন্ত্রী হয়ে কিভাবে তিনি এমন কথা বলতে পারলেন? সেই প্রশ্ন সকলের মনেই।
Read More: সৌন্দর্য্যের দিক থেকে সেরা পাঁচ মহিলা রাজনীতিবিদ

Check Also

সড়ক পরিবহন আইন

সড়ক পরিবহন আইন – দুর্ঘটনা হলেও ক্ষতিপূরণ পাবেন না যাত্রী

সড়ক পরিবহন আইন – নতুন সড়ক পরিবহন আইনে যাত্রী ও পথচারীর বীমা ছাড়াই গাড়ি চলতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *