সবার খবর,প্রীতি দেব। ঢাকা : গত ২২ ডিসেম্বর ২০১৭ এশিয়াটিক সোসাইটিতে আনুষ্ঠানিক উদ্ভোধন হয়েছিলো ‘জলের ধারা জলরং কর্মশালা’-র। ঐদিন উপস্থিত ছিলেন চিত্রশিল্পী হামিদুজ্জামান খান, অলোকেশ ঘোষ, বিরেন ঘোষ, আলোপ্তগীন তুষার, সোহাগ পারভেজ, প্রমুখ। তত্ত্বীয় কম্পোজিশান, স্টিল লাইফ, ল্যান্ডস্কেপ, ওল্ড সিটি স্কেপ, স্লাম, রিভার ভিউ প্রভৃতি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়, এই কর্মশালায় উপস্থিত বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা থেকে আসা প্রায় ৫০ জন চিত্রশিল্পীদের।
‘জলেরধারা’র পুরোধা তরুণ চিত্রশিল্পী সোহাগ পারভেজ। তিনি মনে করেন, ‘এই রকম কর্মশালা আয়োজনের মাধ্যমে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নবীন শিল্পীরা এসে নতুন কিছু শিখে তারা অন্য শিল্পীদের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। এভাবেই একদিন আমাদের বাংলাদেশ আরো সুন্দর শিল্পে ভরে উঠবে’।
এই কর্মশালায় প্রশিক্ষণ দেন চিত্রশিল্পী কামালউদ্দিন, আনিসুর রহমান, মিন্টু দে, আজমির হোসেন, সোহাগ পারভেজ, আলাউদ্দিন, সজল, আজম প্রমুখ শিল্পীরা। এই কর্মশালাটি চলে গত ৪ জানুয়ারি ২০১৮ পর্যন্ত।
আরও পড়ুন: অরুণ চট্টোপাধ্যায়ের থিয়েটার রিভিউ
Check Also
ভাঙা ঘরে বাস! দুবেলা খাবার জুটতো না! সে আজ জেলাশাসক
সবার খবর, ওয়েব ডেস্ক:‘কষ্ট করলে কেষ্ট মেলে’ লোকমুখে প্রচলিত একটি বাক্য। কিন্তু কথাটি শতভাগ সত্য …