সবার খবর, প্রীতি দেব। ঢাকা: গত ৪ ফেব্রুয়ারি শেষ হলো ২৩ তম ‘ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা-২০১৮’। গত ১ জানুয়ারি ২০১৮, ঢাকার শের-ই বাংলা নগরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধানমণ্ত্রী শেখ হাসিনা।এবারও মেলায় যারপর নাই সাড়া পড়ে ছিল। দেশের সর্বত্র থেকে-ই ভিঁড় জমিয়ে ছিলেন, উৎসুক ক্রেতারা।শুধু কেনাকাটি নয়, আন্তর্জাতিক এই বানিজ্য মেলা নিয়ে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো-ই। দেশের বাইরে থেকেও বহু পর্যটক বাংলাদেশী দ্রাব্যাদি তো বটেই অন্যান্য দেশের স্টলে গিয়ে সে-দেশীয় জিনিসপত্রও সংগ্রহ করেন। এবং ঘুরে দেখে আরও প্রাণবন্ত করেন। এই মেলায় বাংলাদেশী শিল্প প্রদর্শনীর ব্যবস্থা করেন উদ্যোগতারা। এবার মেলায় প্রায় সাতশটি স্টল ছিল। আমন্ত্রিত দেশ হিসেবে ভারত, থাইল্যান্ড, পাকিস্তান, তুরস্ক, ইরান প্রভৃতি দেশের স্টল ছিল ২৩তম আন্তর্জাতিক বানিজ্য মেলায়। ১৯৯৫ সাল থেকে নিরবচ্ছিন্ন ভাবে মিনিস্ট্রি অফ কমার্স, বাংলাদেশ সরকারের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আয়োজন করে চলেছে এই মেলা। এই মেলা আগামী বছরও যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
আরও পড়ুন: খালেদা জিয়ার কারাদণ্ড বাংলাদেশ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে
Check Also
ভালো কাজ করলেই মিলবে খাবার, লাগবে না কোন টাকা
ভালো কাজ করলেই মিলবে খাবার, লাগবে না কোন টাকা কথাটা শুনতে অবাক করার মতো হলেও …