Home / বিনোদন / শ্রীদেবি হলেন সেরা অভিনেত্রী কান্না ধরে রাখতে পারলেন না বনি

শ্রীদেবি হলেন সেরা অভিনেত্রী কান্না ধরে রাখতে পারলেন না বনি

সবার খবর, ওয়াব ডেস্ক: ১৯তম ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয় ব্যাংককে রেড কার্পেট জুড়ে এযেন তারকার মেলা৷ প্রত্যেক শিল্পিরা নিজেস্ব পছন্দের স্টাইলে পরে এসেছিলেন পোষাক। আলো ঝলমলে সুসজ্জিত স্টেজ যা উপস্থিত সকলের চোখ কেড়েছিল। বিনোদনের ঘাটতি ছিলনা মোটেও একের পর এক চোখ জুড়ানো পারফরমেন্স ছিল ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে৷ সবই ঠিক ছিল দর্শকও উপভোগ করছিলেন প্রত্যেকটি মুহুর্ত। কিন্তু এতো আনন্দের মাঝেও বেজে উঠল দুঃখের সুর৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেষ মুহূর্তটা যেন বিষন্নতায় ভরে গেল বলিউডের উপস্থিত সমস্ত কলাকুশলির মন প্রাণ৷
শ্রীদেবি
এবারের ১৯তম ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকডেমি অ্যাওয়ার্ডস সেরা অভিনেত্রী শিরোপা উঠল শ্রীদেবীর মাথায়৷ ব্যাংককের সিয়াম নিরামিট থিয়েটারে সবাই যেন আশায় ছিলেন এই পুরুষ্কার নিতে সত্যিই শ্রীদেবি আসছেন৷ সবার চোখ স্টেজের মাইকের দিকে। অন্যান্য বারের মতো হাততালি টাও আর উঠল না নিরামিট থিয়েটারে৷ নিস্তব্ধতার মাঝেই আস্তে আস্তে স্টেজে উঠে আসলেন বনি কাপুর। পুরস্কারও নিলেন তিনি৷ ততক্ষণে ঘোর কাটলো সবার। তবে বনি কাপুরের চোখে উচ্ছ্বাস অনেকটাই কমে এসেছে৷ পুরস্কার হাতে বনি কাপুরকে দেখে মনে হচ্ছে কখন যেন জীবনটা থমকে গেছে। এবয়সে এসে তিনি যেন বড়ো একা।
বনি কাপুর
এ বছরই স্ত্রী শ্রীদেবিকে হারিয়েছেন তিনি৷ তিনি সবার সামনে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছিলেন কিন্তু পারলেন না বনি কাপুর৷ পুরস্কারটি হাতে নেওয়ার পরেই চোখ অশ্রু নেমে আসলো তার৷ ২৪ ফেব্রুয়ারির সেই দুর্ঘটনা তাকে আজও তাড়া করে বেড়ায়। একই হোটেল রুমে থাকার পরও অসহায় হয়েছিলেন সেদিন। বাঁচাতে পারেননি নিজের স্ত্রীকে৷ শ্রীদেবীর এই আকস্মিক মৃত্যু তাকে তাড়িয়ে বেড়াচ্ছে এখনও। এতো দিনেও যে স্বাভাবিক হতে পারেননি বনি তা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল।
স্টেজে দাঁড়িয়ে বনি কাপুর শুধুমাত্র একটি কথায় বলেন, ‘আমি ওকে আমার জীবনের প্রতিটা মুহূর্তে মিস করি৷’ এরপর কোনো শব্দ তার মুখ থেকে বের হয়নি। উপস্থিত সকলের সামনে কেঁদেই ফেলেন বনি৷ বাবাকে সামলাতে এগিয়ে যান ছেলে অর্জুন কাপুর এবং ভাই অনিল কাপুর৷
অনিল কাপুর মাইক নিয়ে বলেন, ‘উনি একজন সত্যিকারের অসাধারণ মাপের শিল্পী ছিলেন৷ ওনার মতো মানুষ এই পৃথিবীতে খুব কমই হয়৷ এই দেশ, এই পৃথিবী, তোমার পরিবার, সবাই তোমায় প্রত্যেক মুহূর্তে মিস করছে৷ তুমি যে ছিলে অনন্যা।’
এই পুরস্কার গ্রহন করতে বনি কাপুরের সাথে উপস্থিত ছিলেন দুই মেয়ে জাহ্নবী এবং খুশি।
আরও পড়ুন: ক্যান্সারের কাছে ইরফানে খানের আত্মসম্পর্ণ: তার বার্তা পড়ে শোকাচ্ছন্ন গোটা বলিউড, বললেন আমার সময় শেষ

Check Also

আলিয়া ভাট

Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে

সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *