সবার খবর, স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০১৮ তে কোলকাতার পারফরমেন্স খুব একটা যে খারাপ তা বলা যাবে না। প্লেঅফে যাওয়ার জন্যে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই আইপিএল-এ একটি প্লেয়ার ব্যাট এবং বলে সমান পারফরমেন্স করছে কেকেআরের দিক থেকে। তিনি হচ্ছেন সুণীল নারিন।
আমরা সত্যিই সুণীল নারিনের খেলা দেখে মুগ্ধ। ব্যাট এবং বল সমান তালে চলছে তার। সুণীল নারিনের ওপর ভর করে কোলকাতাকে এর আগে আইপিএল জিততে দেখা গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় যখন প্রথমবার সুণীল নারিনকে শাহরুখ খান কেনেন তখন তিনি এই প্লেয়ারকে চিনতেন-ই না। কিন্তু নারিনকে পাঁচ বছর আগে যখন নেয় কোলকাতা তখন নারিনকে নেওয়ার পিছনে বড়ো ভূমিকা ছিল গাম্ভীরের। গাম্ভীর সুণীলকে যেকোনো মূল্যে কিনতে বলেছিলেন খান সাহেবকে।
শাহরুখ গাম্ভীরের কথা শোনে এবং ৩৩ লক্ষ টাকা মূল্যের খেলোয়াড়কে ৪.৭১ কোটি টাকা দিয়ে কিনে নেয়। আজ গৌতম গাম্ভীর দলে না থাকলে কি হলো? কিং খান নিশ্চয় মনে মনে তার এই প্রাক্তন অধিনায়ককে ধন্যবাদ দিবেন সুনীলকে নেওয়ার জন্যে। কারণ কেকেআরের নিউক্লিয়াস যে সুণীল নারিন।
আরও পড়ুন: শাহরুখ কন্যার স্নান দৃশ্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া