Breaking News
Home / খেলার খবর / ঘরের মাঠে ম্যাচ বলে এগিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ

ঘরের মাঠে ম্যাচ বলে এগিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ

সবার খবর, স্পোর্টস ডেস্ক: আজ আইপিএল-এর সপ্তম ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স। খেলাটি অনুষ্ঠিত হবে সানরাইজার্স হায়দ্রাবাদের ঘরের মাঠ, রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদে। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্যে সহজ হবে না ম্যাচটি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটি।
রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের আইপিএল পরিসংখ্যান:
মোট ম্যাচ-৫০
প্রথম ব্যাটিং করে জয়-১৯
প্রথম বোলিং করে জয়-৩০
গড় প্রথম ইনিংস স্কোর-১৫৫
গড় দ্বিতীয় ইনিংস স্কোর-১৪৬
সর্বোচ্চ দলীয় রান- ২২৩/৩ (20 Ov) CSK vs SRH
সর্বনিম্ন দলীয় রান-৮০/১০(১৯.১Ov)DD vs SRH
আজকের আইপিএল
টিম নিউজ: সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অপরিবর্তীত রাখতে পারে। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের প্যাট কামিন্স আইপিএল থেকে ছিটকে গেলেন পিঠে ব্যাথার কারণে। এখনও পর্যন্ত তার যায়গায় কাকে নিয়ে আসা হচ্ছে জানা যায়নি। হারদিক পান্ডিয়াকে প্র্যাকটিস সেশনে দেখা যায়নি তার এ্যাঙ্কেল ইনজুরির কারণে। যদি তাকে মাঠের বাইরে বসতেই হয় তবে সৌরভ্ তিওয়ারি কে খেলাতে পারে।
মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভব্য একাদশ: রহিত শর্মা, এভিন লিউস, ঈশান কিশান, সুরিয়া কুমার যাদব, হারদিক পান্ডিয়া/সৌরভ তিওয়ারি, ক্রুনাল পান্ডিয়া, কায়রন পোলার্ড, মায়াঙ্ক মারকান্ডে, মিচেল ম্যাক্লেনাঘান, মুস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুমরাহ।
সানারইজার্স হায়দ্রাবাদের সম্ভব্য একাদশ: ঋদ্ধিমান সাহা, শেখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, মানিশ পান্ডে, দিপক হুডা, ইউসুফ পাঠান, শাকিব আল হাসান, রাশিদ খান, ভুবেনশ্বর কুমার, বিলি স্টানলেক, সিদ্ধার্থ কোল।
যারা ম্যাচে মুখ্য ভুমিকা রাখতে পারে:
১. রাশিদ খান
২. রোহিত শর্মা
৩. এভিন লিউস
৪. কেন উইলিয়ামসন
৫. শেখর ধাওয়ান
হায়দ্রাবাদ ও মুম্বাই-এর আইপিএল ইতিহাস:
মোট ম্যাচ-১০
হায়দ্রাবাদের জয়-৫
মুম্বাইয়ের জয়-৫
হায়দ্রাবাদ ও মুম্বাই-এর আইপিএল ইতিহাস রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে:
মোট ম্যাচ-৫
হায়দ্রাবাদের জয়-৩
মুম্বাইয়ের জয়-২
হায়দ্রাবাদের মাটিতে ম্যাচটি হবে বলে, পাল্লভারী হায়দ্রাবাদের দিকেই।
আরও পড়ুন: আজকের আইপিএল ম্যাচের নায়ক হতে পারেন সাকিব অথবা রাশিদ

Check Also

Bangladesh VS New Zealand 2021

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।ওশেনিয়া অঞ্চলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *