Home / বিনোদন / যমজ দুই পুত্র সন্তানের মা হলেন সানি লিওন

যমজ দুই পুত্র সন্তানের মা হলেন সানি লিওন

সবার খবর, বিনোদন ডেস্ক: সানি লিওনি মা হলেন। এর আগে যে সমস্ত অভিনেত্রী মা হয়েছেন সেই খবর শুনে ভারতীয় সিনেমা প্রেমীদের মনে খুশির আবহ তৈরি হয়েছে প্রতিবারই। এমন নজির বহু আছে পূর্বে। কয়েক বছর আগে করিনা কাপুর খান জন্ম দিয়েছেন এক ফুটফুটে সন্তানের। খুশির হাওয়া নবাব পরিবারে। সেই হাওয়া ছড়িয়ে গেছে তার ফ্যানেদের মধ্যেও। এই নিয়ে ভারতবর্ষ মেতে ছিল বেশ কিছু দিন। এখনও সাইফ ও করিনার সন্তান তৈমূরকে নিয়ে উত্তেজনার পারদ কমেনি মিডিয়াতে।
সানি লিওনি
সম্প্রতি বলিউডে পা রেখেছেন প্রাক্তন পর্ণস্টার সানি লিওনি। সম্প্রতি-ই বা বলছি কেন, দেখতে দেখতে তো বেশ কয়েক বছর হয়ে গেল এই প্রাক্তন পর্ণস্টারের বলিউডে পদার্পনের। বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে অভিনয় করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। শুধু তাই নয় আইটেম ড্যান্সার হিসেবেও সানির চাহিদা বলিউড ইন্ডাস্ট্রিতে বেড়েছে অনেকটাই।
সানি হলেন মা
এই বলি অভিনেত্রী ইন্সটাগ্রাম ও টুইট করে জানিয়েছেন, তিনি যমজ সন্তানের জন্ম দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, স্বামী ড্যানিয়েল ও সানি নিশা কাউর নামে এক কন্যা সন্তানকে দত্তক নেন গত বছর। এখন সানি তিন সন্তানের মা।
আরও পড়ুন: সানি লিওনের চাইতেও এক ধাপ । ভিডিও দেখানো গেলো না

Check Also

আলিয়া ভাট

Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে

সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *