২5 শে ডিসেম্বরে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনটি ‘সুশাসন দিবস’ হিসাবে সব জেলার সমস্ত বুথে যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।
সুশাসন দিবসের কর্মসূচিতে অংশগ্রহণকারী সমস্ত রাজ্যের সরকারী পদাধিকারী, সংসদ সদস্য, বিধায়ক, জেলার কর্মকর্তারা, যুব মোর্চা, মহিলা মোর্চা, এবং আন্যান্য সকল দলের কর্মীরা অংশগ্রহণ করবেন।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)ওই দিন রাজ্যের সমস্ত বুথগুলিতে এই বর্ষিয়ান জননেতার জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং রাজ্য নেতৃত্বের সুশাসন দিবসের অনুষ্ঠানের দায়িত্ব রাজ্য ভাইস প্রেসিডেন্ট জেপিএস রাঠোর এবং মন্ত্রী গোবিন্দ নারায়ণ শুক্লাকে দেওয়া হয়েছে।
এই অনুষ্ঠানে অটল বিহারী বাজপেয়ীর কবিতার পাশাপাশি দেশের অন্যান্য বিশিষ্ট কবিদের কবিতা পাঠ করা হবে বলে জানা গেছে ।
আরও পড়ুন: অশ্লিল ছবি ভাইরাল বিজেপি মহিলার নেত্রী রেশমা পাটিলের
Check Also
শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি
কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …