সবার খবর, ওয়েব ডেস্ক: মদের নেশাতে কত কি না হয়? নেশাগ্রস্ত অবস্থায় মানুষকে বিভিন্ন ধরনের কার্যকলাপ করতে দেখা গেছে বহুবার। এমনই একটা মজাদার ঘটনা ঘটলো থাইল্যান্ডে। এক ব্যক্তি সকাল পাঁচটার সময় নর্দমাতে এমনভাবে আটকে গেছিলেন, তাকে উদ্ধার করা গেল দেড় ঘণ্টা পরে। মজার ব্যাপার হল এমন ভাবে আটকে থাকার পরও বন্ধুদের কাছে সিগারেট চাইছেন তিনি। এটি বুধবারের ঘটনা। ৩২ বছরের সোমপোন্গে ও তার বন্ধু সোংগকা সারারাত আরাম করে মদ্য পান করেছিলেন। তারা দু’জনেই বাজি রেখেছিলেন, সকাল পর্যন্ত আমরা মদ খাবো। যেমন কথা তেমন কাজ, খেলেনও তাই। দু’জনে বার থেকে বাড়ির উদ্দেশ্যে সকালে উঠে রওনা দিলেন মদ্যপ অবস্থাতেই।
এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। বলা হচ্ছে, সোমপেংগে পুল দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পা হড়কে নিচে পড়ে যায়। এমন নেশা করেছিলেন যে তাকে উপরে নিয়ে আসাই কষ্টসাধ্য ব্যাপার ছিল।
তাকে তার বন্ধুরা উপর থেকে ডাকলে উত্তর দেন, এখান থেকে আমি বেরতে পারছি না, কিন্তু আমি ঠিক আছি। প্রথমে আমাকে একটি সিগারেট দাও।
দেড় ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সন্তানের স্পর্শে কোমা থেকে ফিরে এলেন স্বাভাবিক জীবনে: এক অশ্রুসিক্ত ভালোবাসার কাহিনী
Check Also
নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে
নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …