সবার খবর, বিনোদন ডেস্ক: সকল সিনে প্রেমী দর্শকদের অপেক্ষার পালা শেষ। সালমান খানের রেস ৩ ট্রেলার লঞ্চ হয়ে গেলো আজ। রেস ৩ এই ট্রেলারে যা অপেক্ষা করেছিল দর্শকরা তার চাইতেও বেশি কিছু পেলেন বলে মত বিশেষজ্ঞদের। কারণ ট্রেলারটিতে ভয়ানক সব স্টান্ট দেখানো হয়েছে। সালমান খানের কথা আর আলাদা করে কি বলতে হয়। সালমান খানের দৃশ্যগুলি সত্যিই অবাক করার মতো।
ছবিটির ট্রেলার দেখলেই আপনারা বুঝতে পারবেন স্যুটিং লোকেশানগুলি কতোই না মনোরম। ছবিটিতে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজকে। ছবিটির ট্রেলার লঞ্চ হওয়ার সাথে সাথেই সোস্যাল মিডিয়াতে রেকর্ড ভাঙতে শুরু করেছে। দেরি কিসের ট্রেলার দেখে ফেলুন চট জলদি।
Read More: এই গ্রামে বেশি পরিমাণে যমজ সন্তান জন্মায়। কারণ এখনও অধরা
Check Also
নোয়াখালীর ধর্ষণ ঘটনার মতো গোপালগঞ্জে ধর্ষন ও ভিডিও ধারন
ধর্ষন ও ভিডিও ধারন – নোয়াখালীতে বিবিস্ত্র করে নারী নিপীড়নের রেশ এখনো কাটেনি এরি মধ্যে …