সবার খবর, বিনোদন ডেস্ক: কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খান এখন জেলে। এই খবরে আপাতত মজে আছে উপমহাদেশ। কিন্তু সালমান খানের দেহরক্ষি শেরা এবার খবরের শিরোনামে। কেন? গত কুড়ি বছর যাবত শেরা সালমানের দেহরক্ষির কাজটা নিপুন ভাবেই সামলে আসছেন। বিগত দিনে অমিতাভ বচ্চন, জাস্টিন বিবার, উইল স্মিথ, মাইকেল জ্যাকসান, জ্যাকি চ্যান প্রমুখ দেশ বিদেশের স্টারদের দেহরক্ষির কাজ করেছেন শেরা। গতকাল যোধপুরেও উপস্থিত থাকতে দেখা যায় শেরাকে। শুনলে অবাক হবেন সালমান খান শেরাকে প্রায় ১৫ লক্ষ টাকা মাসিক বেতন দেন। যা বছরে ২ কোটি টাকার কাছাকাছি।
এই মানুষটি দেশের বহু বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নেন। শুধু কি তাই, মিস্টার মহারাষ্ট্র প্রতিযোগিতায় শেরা দ্বিতীয় স্থান অধিকার করেন। শেরা সালমান খানের অত্যন্ত বিশ্বস্ত ও প্রিয়জন। তার জন্ম পাঞ্জাবে। আসল নাম গুরমিত সিং জোলি। শেরার ছেলেকেও বলিউডে যায়গা করে দেবেন বলে জানিয়েছেন বলিউডের ভাইজান।
আরও পড়ুন: সালমান খানের সাথে পাংগা নিয়ে যারা কেরিয়ার নষ্ট করেছেন
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …