Home / জাতীয় / ভারতে আসছে ইয়ামার তিন চাকা যুক্ত সুপার বাইক

ভারতে আসছে ইয়ামার তিন চাকা যুক্ত সুপার বাইক

সবার খবর, টেক ডেস্ক: যদি আপনি বাইক ভালোবাসেন তবে আপনার জন্যে খুশির খবর। কারন ইয়ামার তিন চাকা যুক্ত বাইক খুব শিগ্রী আসতে চলেছে ভারতের বাজারে। এই বাইকটির চর্চা সোস্যাল মিডিয়াতে কম হয়নি। ইয়ামা নিকেনে তিনটি চাকা আছে। এই বাইকটির সামনে দুটি চাকা আর পিছনে একটি চাকা লাগানো আছে। এই বাইকটি সর্ব প্রথম ৪৫তম টোকিও মোটর শোতে দেখিয়েছিল। আসুন এই বাইকটির সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। ৮৪৭ সিসি ইঞ্জিন যা ইয়ামার এমটি-০৯ মোডেল থেকে নেওয়া। এই বাইকটি ১১৫ হর্সপাওয়ার যা ১০০০০ আরপিএম প্রডিউস করে। বাইকটি সম্পর্কে কম্পানি খুব বেশি তথ্য দেইনি।
বাইক
নতুন বাইক
ইয়ামার এই নতুন বাইকটি সম্ভবত ২০১৮ সালের শেষের দিকে ভারতের বাজারে পা রাখবে।

আরও পড়ুন: বাইকটির গতিবেগ শুনলে চমকে যাবেন, ট্রেনকেও যে হার মানায়

Check Also

কুমিল্লায় ধর্ষণ

শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি

কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *