সবার খবর,নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের বিচারপতিদের একের পর এক বৈঠক হয়েই চলেছে, কিন্তু সমাধান সূত্র অধরাই বলে জানা যাচ্ছে সুত্র মারফত। প্রধান বিচারপতি দীপক মিশ্র আজ বিদ্রোহী চার বিচারপতি এবং আরও চার বিচারপতিকে নিয়ে এক বৈঠক করেন বলে জানা যায়। উল্লখ্য, সু্প্রিম কোর্টের মামলা বন্টন নিয়ে বিদ্রোহী চার বিচারপতির অভিযোগ ছিল। চার বিচারপতি চেলামেশ্বর, গগৈ, জোসেফ, লোকুর সাংবাদিক করে মামলা বন্টন নিয়ে অভিযোগ করেন।
আরও পড়ুন:প্রধানমন্ত্রী ভাষণে করলেন বড়ো ভুল ; রাহুল বললেন পাকোড়ার সাইড ইফেক্ট
Check Also
নোয়াখালীর ধর্ষণ ঘটনার মতো গোপালগঞ্জে ধর্ষন ও ভিডিও ধারন
ধর্ষন ও ভিডিও ধারন – নোয়াখালীতে বিবিস্ত্র করে নারী নিপীড়নের রেশ এখনো কাটেনি এরি মধ্যে …