সবার খবর,নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের বিচারপতিদের একের পর এক বৈঠক হয়েই চলেছে, কিন্তু সমাধান সূত্র অধরাই বলে জানা যাচ্ছে সুত্র মারফত। প্রধান বিচারপতি দীপক মিশ্র আজ বিদ্রোহী চার বিচারপতি এবং আরও চার বিচারপতিকে নিয়ে এক বৈঠক করেন বলে জানা যায়। উল্লখ্য, সু্প্রিম কোর্টের মামলা বন্টন নিয়ে বিদ্রোহী চার বিচারপতির অভিযোগ ছিল। চার বিচারপতি চেলামেশ্বর, গগৈ, জোসেফ, লোকুর সাংবাদিক করে মামলা বন্টন নিয়ে অভিযোগ করেন।
আরও পড়ুন:প্রধানমন্ত্রী ভাষণে করলেন বড়ো ভুল ; রাহুল বললেন পাকোড়ার সাইড ইফেক্ট
Check Also
শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি
কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …