সবার খবর, বিনোদন ডেস্ক: আপনারা নিশ্চয় এতো দিনে জেনে গেছেন সোনাম কাপুরের বিয়ে হয়ে গেছে দিল্লিতে। যাকে তিনি বিয়ে করলেন তিনি একজন বড়ো বিজনেস ম্যান। সোনাম কাপুর নিজেই পছন্দ করেন তাকে। তার নাম আনন্দ আহুজা। সোনাম কাপুরের বিয়েতে বড়ো বড়ো সেলিব্রেটি উপস্থিত ছিলেন এবং তাকে দামি দামি জিনিসও উপহার দেন।
সোনাম কাপুরের পিতা অনিল কাপুর কি গিফ্ট দিয়েছেন তা কি আপনারা জানেন? না জানলেও অসুবিধা নাই। চলুন জেনে আসি অনিল কাপুর তার মেয়েকে কি উপহার দিলেন।
অনিল কাপুর তার মেয়েকে এই পৃথিবীর সব চাইতে দামি গাড়ি ল্যাম্বারগীনি অ্যাডভেঞ্চার উপহার দিয়েছেন । যার দাম প্রায় পাঁচ কোটি টাকা। এই গাড়িটি দামি গাড়িগুলির একটি।
অনিল কাপুর তার মেয়েকে সাদা গাড়ি দিয়েছেন কারণ সোনাম কাপুর সব চাইতে বেশি সাদা রঙ পছন্দ করেন। আর এই কথাটি অনিল কাপুর মাথায় রেখেছিলেন।
সোনামের বিয়েতে উপহার হিসেবে দুটি গাড়ি দেওয়া হয় একটি তার বাবা আরেকটি দেন বলিউডের ভাইজান সালমান খান। সালমান খান সোনামকে প্রায় ৯০ লক্ষ টাকা দামের অডি গাড়ি উপহার দেন।
Read More: এই বলিউড অভিনেতারা বিদেশি ব্র্যান্ডের দামি সিগারেট পান করেন
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …