সবার খবর, বিনোদন ডেস্ক: আসছে হানিমুন। বাংলা ছবির দশর্কদের জন্যে সুখবর বলা যায়। বেশ অনেকদিন পরই আবার এক সঙ্গে দেখা যাবে টলিউড ইন্ডাসট্রির দুই রোম্যানটিক জুটি সোহম ও শুভশ্রীকে। হানিমুন সিনেমার গল্পে এই দুজনকে বিবাহিত জুটি হিসেবে দেখা যাবে। এই বাংলা ছবিতে সোহমের নাম বিপিন ও শুভশ্রীর নাম জয়ন্তী বলে জানা যাচ্ছে। হানিমুন-এর মূল গল্প সমরেশ বসুর। ছবিটির বেশির ভাগ অংশ শ্যুট হয়েছে উত্তরবঙ্গের ডুয়ার্সে। দীর্ঘদিন পর বাংলা ছবিতে আবার ফিরছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। হনিমুন ছবির বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেতা রুদ্রনীল ঘোষকেও। জানা যাচ্ছে,ছবিটি একটি রোম্যানটিক লাভ স্টোরি।
ছবিটি পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকি। এটিই তার প্রথম ছবি। আশা করা যাচ্ছে ভ্যালেটাইনস ডে-তেই বাংলা ছবির দর্শক সুরিন্দার ফিল্মস ও গ্রীন টাচ এন্টারটেইনমেন্টের ব্যানারে হানিমুন ছবিটি দেখতে পাবে।
আরও দেখুন: বাংলাদেশ তোলপাড় শাকিব খানের এই গানটি নিয়ে
Check Also
ভিডিও: রাখি সাওয়ান্ত মার খেলেন রেসলারের হাতে! গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি
সবার খবর, ওয়েব ডেস্ক: বিতর্কিত মন্তব্য করে সব সময় সংবাদ শিরোনামে থাকতে পছন্দ করেন রাখি …