সবার খবর, বিনোদন ডেস্ক: টলিপাড়ার দর্শকদের জন্যে সুখবর, দ্বিতীয় বারের জন্য বাবা হলেন টলি অভিনেতা সোহম চক্রবর্তী। বাংলা ছবির দর্শক যখন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিয়ের চর্চায় মশগুল, তখন দ্বীতিয় বারের মতো সোহমের বাবা হওয়ার খবরটি দর্শকদের আনন্দ-পালে আরো সুন্দর বাতাবরণ ছড়িয়ে দিলো বৈকি। ২০১৬ সালে সোহম তনায়ার কোলে প্রথম পুত্র সন্তান আসে। সোহম দ্বিতীয় বারের মতো বাবা হওয়া এবং শুভশ্রীর ও রাজ চক্রবর্তীর বিয়ে প্রায় এক সাথেই সেকিব্রেশান করতে হচ্ছে টলি পাড়াকে।
আরও পড়ুন: শুভশ্রী, সোহমকে ভ্যালেনটাইনস্ ডে তে উপহার এই মিষ্টি গানটি। দেখুন
Check Also
ভিডিও: রাখি সাওয়ান্ত মার খেলেন রেসলারের হাতে! গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি
সবার খবর, ওয়েব ডেস্ক: বিতর্কিত মন্তব্য করে সব সময় সংবাদ শিরোনামে থাকতে পছন্দ করেন রাখি …