Home / বিজ্ঞান ও প্রযুক্তি / স্যামসং : প্রথমবারের মতো থাকছে ৩ টি রিয়্যার ক্যামেরা

স্যামসং : প্রথমবারের মতো থাকছে ৩ টি রিয়্যার ক্যামেরা

সবার খবর, টেক ডেস্ক: স্যামসং এস ১০ প্লাস খুব শিগ্রী বাজারে আসতে চলেছে। বিশেষজ্ঞদের মতে এই মোবাইল সেটটিতে পিছনে ৩ টি ক্যামেরা দেখতে পাওয়া যেতে পারে।
ফোনটিতে ৬.৩ ইঞ্চি সুপার এমলোড ইনফিনিটি ডিসপ্লে থাকছে। এই স্মার্টফোনটি ৮.১.০ এন্ড্রোয়েড ভার্সানে রান করবে। স্যামসং এস ১০ প্লাসে থাকতে পারে ৬ জিবি র্যা ম এবং ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। এবং আর একটি ভেরিয়েন্টে ৮ জিবি র্যামম ও ২৫৬ জিবি ইন্টারনাল থাকতে পারে। মোবাইলটিতে 24MP+8MP+12MP রিয়্যার ক্যামেরা এবং 12MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা ইউজ করা হচ্ছে। ফোনটির ব্যাটারি সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ফোনটিতে ওয়াটার রেসিস্ট্যান্ট এবং আইরিশ স্ক্যানার সহ অনেক ফিচার্স ব্যবহার করা হয়েছে।
তিনটি ক্যামেরা ফোন
আরও পড়ুন: পৃথিবীর প্রথম ৫ জি স্মার্টফোন, জানুন এই মোবাইলের ব্যাপারে

Check Also

চীনের সূর্য

কৃত্রিম সূর্য তৈরি করছে চীন! যা ছয় গুণ বেশি তাপ দেবে

সবার খবর, ওয়েব ডেস্ক: চীন কৃত্রিম সূর্য তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে।খবরটি প্রকাশিত হয় চীনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *