সবার খবর, বিনোদন ডেস্ক: হানি সিংয়ের স্ত্রী কে? তা আজ জানব। হানি সিং পাঞ্জাব তথা ভারতের টীন এজারদের পছন্দের একটি নাম। যখনই র্যাপ মিউজিকের কথা আসে তখন তো হানি সিং ছাড়া বিকল্প ভাবাই যায় না। আমরা খুব কম মানুষই জানি হানি সিংয়ের বিয়ে হয়ে গেছে।
হানি সিংয়ের স্ত্রীর নাম শালিনি সিং। হানি সিং এবং শালিনি সিং একই স্কুলে এক সাথে পড়াশুনা করেছেন। কিন্তু হানি সিং পড়াশুনার জন্যে ব্রিটেন চলে যান। হানি সিং শালিনিকে ভুলেননি কখনও। হানি সিং যখন জনপ্রিয়তার শৃঙ্গে অবস্থান করছেন। ঠিক তখনই, ২৩ জানুয়ারি ২০১১ সালে চার হাত এক জায়গায় হয় দু-জনের।
হানি সিং জানিয়েছেন, শালিনি আমারা গান পছন্দ করেন না। সে সাধারণত রোমান্টিক মিউজিক ভালোবাসে।
আরও পড়ুন: হানি সিং-এর এই গানটি না দেখলে মিস করবেন
Check Also
ভিডিও: রাখি সাওয়ান্ত মার খেলেন রেসলারের হাতে! গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি
সবার খবর, ওয়েব ডেস্ক: বিতর্কিত মন্তব্য করে সব সময় সংবাদ শিরোনামে থাকতে পছন্দ করেন রাখি …