Home / জাতীয় / হাসপাতালের অপারেশন থিয়েটারেই নার্সকে চুমু খেলেন ডাক্তার! Video ভাইরাল

হাসপাতালের অপারেশন থিয়েটারেই নার্সকে চুমু খেলেন ডাক্তার! Video ভাইরাল

সবার খবর, ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের উজ্জয়নী জেলা হাসপাতালের চিকিৎসকের ওপর অভিযোগ তিনি তার সহকর্মী নার্সকে অপারেশন থিয়েটার-এর মধ্যেই চুমু খেয়েছেন। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে প্রকাশ্যে দেখা যাচ্ছে, এক ডাক্তার ও নার্স একে অপরকে কিস করছেন। উজ্জয়নী জেলার ডিএম প্রথম সারির দৈনিককে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, চুমু খাওয়ার যে ঘটনাটি সামনে এসেছে তা একজন দায়ীত্ববান আধিকারিকের পক্ষে প্রকাশ্যে এই কাজ করা সম্পূর্ণ ভুল হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে প্রশাসনিক স্তর থেকে সরিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। পরবর্তীতে এই সিভিল সার্জন ডঃ রাজু নিদারিয়াকে পদ থেকে সরিয়ে দেয়া হয়। জেলাশাসক আরও বলেন, ডক্টর নিদারিয়া গত দুইদিন যাবৎ ছুটিতে আছেন। তাকে আমি নোটিশ পাঠিয়ে দিয়েছি। উত্তর পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র মতে যে ভিডিওতে মহিলাকে দেখা যাচ্ছে তিনি ওই হাসপাতালে কর্মরত একজন নার্স এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে এটি হাসপাতালে অপারেশন থিয়েটারে।

আরও পড়ুন: অজগরের পিঠে বসে যাত্রা করলো কয়েক ডজন ব্যাঙ! সোশ্যাল মিডিয়াতে Video ভাইরাল

Check Also

কুমিল্লায় ধর্ষণ

শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি

কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …