সবার খবর, বিনোদন ডেস্ক: হিনা খান আমাদের দেশে একটি পরিচিত মুখ। হিনা খান বোল্ড এবং হট ছবি দিয়ে কিভাবে দর্শকদেরকে আকর্ষিত করতে হয় তা ভালোভাবে জানেন। উল্লেখ্য হিনা খানের ইনস্টাগ্রাম একাউন্ট-এ ৩ মিলিয়নের উপর ফলোয়ার্স আছে।
‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’ সিরিয়াল দিয়ে হিনা খান দর্শকদেরকে খুব মনোরঞ্জন করেছিলেন। এরপর থেকে মানুষ তাকে ভালবাসতে শুরু করেন। এই অভিনেত্রী বিগ বস সিজন ১১-এর প্রতিযোগী ছিলেন। তারপর হিনা খান-কে পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি হু হু করে বাড়তে থাকে তার ফলোয়ার্স সংখ্যা।
আস্তে আস্তে ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ হয়ে যান হিনা খান। সম্প্রতি হিনা খান তার ইনস্টাগ্রাম একাউন্ট-এ একটি ছবি শেয়ার করেন। যেখানে তিনি ব্লু কালারের শার্টে পোজ দিচ্ছেন। সবার মত করে তিনি এ ছবিতে শার্ট পরেননি। একদম ভিন্ন রূপে শার্ট পরে তাকে দেখা গেছে এই ছবিতে। শার্টের একদম উপরের বোতামটি লাগানো আছে এবং নিচের সকল বোতাম খোলা।
হিনার এই ছবি অনেকে খুব পছন্দ করেছেন। অনেকে আবার তাকে সমালোচনা করতেও ছাড়েননি।
আরও পড়ুন: 2.0 সিনেমার টিজার লঞ্চ হল এই মাত্র
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …