সবার খবর টেক ডেস্ক: বর্ষবরণের প্রাক মুহূর্তে বন্ধু-বান্দবদের পাঠাতে পারলনা শুভেচ্ছা বার্তা। হঠাৎ করে বসে যায় হোয়াট্সঅ্যাপ পরিষেবা। ফলে গোটা বিশ্ব চুড়ান্ত হয়রানির শিকার হয় নতুন বছরের শুভেচ্ছা বার্তা না পাঠাতে পেরে ।
এই বিরক্তি প্রকাশ করতে দেখা যায় ট্যুইটারে । সকলে সেখানে ক্ষোভ উগরে দিতে থাকেন এবং মজা করে কেউ কেউ বলেন ২০১৭ সাথেই বিদায় নিল হোয়াট্সঅ্যাপ। প্রায় ঘন্টাখানেকের অচলবস্থা কাটিয়ে আবার স্বাভাবিক হয় হোয়াট্অ্যাপ পরিষেবা। হোয়াট্সঅ্যাপের তরফ থেকে এব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও। বিশেষজ্ঞদের মতে এই অচলবস্থা থাকার কারণ প্রচুর পরিমাণে ভিডিও কল করা।
ভারতে প্রায় ২ কোটি হোয়াট্সআ্যাপ ব্যাবহারকারী আছে।
আরও পড়ুন: ১৩ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা মোবাইলের দাম মাত্র ৩৪৯৯ টাকা
Check Also
কৃত্রিম সূর্য তৈরি করছে চীন! যা ছয় গুণ বেশি তাপ দেবে
সবার খবর, ওয়েব ডেস্ক: চীন কৃত্রিম সূর্য তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে।খবরটি প্রকাশিত হয় চীনের …