সবার খবর, নিউজ ডেস্ক: নির্বাচন কমিশন ২০ জন আম আদমি পার্টির বিধায়ককে সাসপেন্ড করার জন্য সুপারিশ পাঠিয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। এই বিধায়কদের ওপর নির্বাচন কমিশনের অভিযোগ তারা সরকারের সংসদীয় সচিব হিসাবে লাভ জনক পদ ব্যবহার করেছে।
যদিও এর ফলে দিল্লির আম আদমি সরকার এখনই ক্ষমতা চ্যুত হওয়ার কোনো সম্ভবনাই দেখছেন না রাজনৈতিক মহল। দিল্লি বিধানসভার মোট আসন সংখ্যা ৭০। তার মধ্যে ৬৬ টি আসনই কেজরির দখলে। বাকি ৪ টি আসন বিরোধিদের। ২০ জন বিধায়ককে সাসপেন্ড করার জন্য আম আদমি পার্টি নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছেন। পার্টির তরফে বলা হয়েছে, নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর কথাতে ওঠা বসা করছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপ হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি ট্যুইট বার্তায় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি লেখেন, সাংবিধানিক পদে থেকে নির্বাচন কমিশন এভাবে পক্ষপাত মূলক আচরণ করতে পারে না। তিনি আরও বলেন, এই ২০ জন বিধায়ককে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি।
অপরদিকে, দিল্লির কংগ্রেস এবং বিজেপি কেজরিয়ালের পদত্যাগ দাবি করে আসরে নেমেছে।
আরও পড়ুন: পাখির বাসার মতো দেখতে হলেও থাকে মানুষ গরমে এসি লাগেনা
Check Also
শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি
কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …