সবার খবর, আন্তর্জাতিক ডেস্ক: আজ আমরা আপনাদের একটি ধনী দেশ সম্পর্কে বলতে যাচ্ছি। যেখানে টাকার কোনো ঘাটতি নেই। এই দেশের নাম কাতার। ধনী দেশ হওয়ার পাশাপাশি কাতার অর্থনৈতিক সমৃদ্ধ একটি দেশ, সেই দেশে যেখানে এক লিটার প্রেট্রলের দাম একটি বার্গারের চেয়েও কম। পেট্রলের দাম কম হওয়ার কারণ এই দেশেই যে পেট্রলের খনি আছে।
এই কারনেই যেখানে একটি বার্গারের দাম ৩০ টাকা। সেখানে এক লিটার পেট্রল পাওয়া যায় ১৭ টাকাতে।
শুধু কি তাই, বছর শেষে দেশের যা আয় হয় তা জণগনের মাঝে সমান ভাবে বন্টন করে হয়। কাতারে বিদুৎ, জল, চিকিৎসা সব কিছু বিলকুল ফ্রি।
কাতারের জনসংখ্যা খুবই কম। মাত্র ২২ লক্ষ। শতকরা ১৫ ভাগ মানুষ এখানকার স্থায়ী বাসিন্দা। বাকি সবাই প্রবাসী। কাতারে মহিলার চেয়ে পুরুষের সংখ্যা বেশি।
আরও পড়ুন: ইনকিলাব জিন্দাবাদ : পাকিস্থানের বাড়িতে আজও ভগত সিং বেঁচে আছেন
Check Also
নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে
নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …